Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরনী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
জানুয়ারী/২০১৬খ্রিঃ মাসে অনুষ্ঠিত রোয়াংছড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার কার্যবিবরনী
সভা নং-২২তম (৪র্থ পরিষদ)
সভাপতি                   ঃ শ্রী  ক্যবামং মার্মা
চেয়ারম্যান
রোয়াংছড়ি উপজেলা পরিষদ
রোয়াংছড়ি, বান্দরবান।
তারিখ            ঃ        ২৬/০১/২০১৬খ্রিঃ।
 সময়           ঃ        সকাল- ১০.৩০ টা।
সভার স্থান       ঃ        উপজেলা পরিষদ মিলনায়তন, রোয়াংছড়ি।
সভায় উপস্থিতি ও অনুপস্থিতির  বিবরণ “পরিশিষ্ট-ক” এ দ্রষ্টব্য
আলোচনা
সিদ্ধান্ত
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ
সভা ও সভার কার্যবিবরণীঃ-
 সভাপতি মহোদয় সভার প্রারম্ভে উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর বিগত ২৯/১২/২০১৫ইং তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয় এবং সংশোধনী না থাকলে দৃঢ়ীকরণের জন্য অনুরোধ করা হয়।
সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয় এবং সভার সিদ্ধান্তসমূহ অনুসরণ, প্রতিপালন ও নির্দেশনা অনুযায়ী কর্মসম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
সংশ্লিষ্ট সকল
১. পরিষদীয় কার্যক্রম
চেয়ারম্যান, উপজেলা পরিষদ বলেন, পরিষদীয় সকল কার্যক্রমে মনোগ্রাম চালু করতে হবে।
পরিষদীয় সকল কার্যক্রমে মনোগ্রাম চালু করার সিদ্ধান্ত হয়। গোলাকার মনোগ্রাম এ লেখার অংশের উপরে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মাঝখানের দু’পাশে ২টি করে মোট ০৪টি তারকা এবং নি¤েœ বান্দরবান পার্বত্য জেলার নাম। মনোগ্রামের বর্ণনা হল- সবুজ পাহাড়ে উপজেলা পরিষদ ভবনের দুপাশে এলাকার প্রধান ফসল সোনালী ধান। পরিষদ ভবনের সেবা গ্রহণ ও প্রদানের সোজা পথ এবং পথের সম্মুখ প্রান্তে সেবাচক্র। এটি এলাকার জীবন দর্শন ও প্রত্যাশার প্রতীক।
উপজেলা পরিষদ
২.আর্থিক
 উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের ষ্টেশনারী বাবদ ২০০০/- (দুই হাজার) টাকা ও আপ্যায়ন বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ব্যয় হয়েছে। উক্ত ব্যয় রাজস্ব তহবিল থেকে নির্বাহ করার জন্য অনুরোধ করেন।
 
 
উপজেলা পরিষদের ব্যয়কৃত ষ্টেশনারী ক্রয় বাবদ ২০০০/- (দুই হাজার) টাকা ও আপ্যায়ন বাবদ ৫,০০০/- (পাঁচ হাজার) ব্যয় বাবদ রাজস্ব তহবিল থেকে নির্বাহ করার জন্য পরিষদের মোট ০৫টি ভোটে অনুমোদন করা হয়।
চেয়ারম্যান, রোয়াংছড়ি উপজেলা পরিষদ, এবং উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি
৩.উন্নয়ন ও সেবামূলক
প্রকৌশল বিভাগ ঃ
উপজেলা প্রকৌশলী বলেন, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) এর আওতায় ১০ (দশ) টি প্রাথমিক বিদ্যালয়ের বড় ধরণের মেরামত কাজের প্রাক্কলন প্রস্তুতকরণের প্রক্রিয়া চলছে। বিদ্যালয়সমূহ হল ঃ
১। রোয়াংছড়ি মডেল প্রাঃ বিদ্যালয়
২। বেংছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়
৩। ঘেরাউমুখ সরকারি প্রাঃ বিদ্যালয়
৪। হাংটুক্রী সরকারি প্রাঃ বিদ্যালয়
৫। আলেক্ষ্যং হেডম্যান পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
৬। অঙ্গা পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
৭। আন্তা পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
৮। বৈদ্য পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
৯। মোনাই কারবারী পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
১০। নাছালং পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়
 
 
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) এর আওতায় ১০ (দশ) টি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজের জন্য অতি দ্রুত প্রাক্কলন প্রস্তুতপূর্বক ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের ব্যবস্থা করবেন।
 উপজেলা প্রকৌশলী, রোয়াংছড়ি, বান্দরবান।
স্বাস্থ্য বিভাগ ঃ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দাপ্তরিক সেবা প্রদান কার্যক্রম স্বাভাবিক। হাসপাতালে প্রয়োজনীয় সেবা প্রদানের  জন্য বরাদ্দপ্রাপ্ত রোগ নির্ণয়কারী বিভিন্ন মেশিন যেমন-এক্স-রে মেশিন, অলট্রাসনোগ্রাফী মেশিন ও ইসিজি মেশিন বর্তমানে অপারেটর না থাকায় অচল অবস্থায় রয়েছে যা যথাযথ স্বাস্থ্য  সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। চেয়ারম্যান, উপজেলা পরিষদ বলেন, উক্ত মেশিনসমূহ টেকনিশিয়ান দ্বারা অপারেট করতে হবে যাতে সঠিকভাবে রোগ নির্ণয় করা যায়। 
রোগ নির্ণয়কারী মেশিনসমূহ অপারেট করতে একজন টেকনিশিয়ান পদায়নের জন্য যথাশীঘ্রই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রেরণ করে তা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রোয়াংছড়ি কে অবহিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রোয়াংছড়ি।
কৃষি বিভাগ ঃ
উপজেলা কৃষি কর্মকর্তা জানান,  রবি মৌসুমে বোরো আবাদের নির্ধারিত ৩৮০ হেঃ লক্ষ্যমাত্রার মধ্যে রোপণ করা হয়েছে ৩১ হেঃ। শীতকালীন শাকসবজি এর মধ্যে কিছু কিছু সবজির শস্য কর্তন করা হয়েছে। এছাড়া ডেড পার্চিং-২১০হেঃ, সুষম সার-৯০হেঃ, কম্পোষ্ট সার-৭০হেঃ, সারিতে রোপণ-৭৫হেঃ, সঠিক বয়সে চারা রোপণ-১৭০হেঃ মাঠ পর্যায়ে চলমান রয়েছে। কৃষকের তালিকা অনুযায়ী কৃষি ঋণ স্ব স্ব ব্যাংকে যোগাযোগের মাধ্যমে গ্রহণের জন্য বলা হয়েছে।   অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
চাষী পর্যায়ে বিভিন্ন মৌসুমী ফসলে ফরমালিন ও রাসায়নিক কার্বাইড ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং প্রতি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কর্মতৎপরতা বাড়াতে হবে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান
পরিবার পরিকল্পনা  বিভাগ ঃ
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক ডিসেম্বর/২০১৫ইং মাস পর্যন্ত মোট সক্ষম দম্পতির সংখ্যা ৪৭৭৯জন। খাবার বড়ি গ্রহণকারীর সংখ্যা ৩৬জন, কনডম ব্যবহারকারীর সংখ্যা ১১জন, ইনজেকটেবলস ১৯জন, আইইউডি গ্রহণকারীর সংখ্যা ০১জন, ইমপ্লান্ট ০৬ জন, পুরুষ বন্ধ্যাকরণ ০১জন। নতুন গর্ভবতীর সংখ্যা ২৬জন।    সিএআর-৭৮.৯৭%।
সরকারিভাবে পরিবার পরিকল্পনা সেবা প্রদান আওতায় বিভিন্ন পদ্ধতি গ্রহণের বিষয়ে মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রোয়াংছড়ি
সমাজ সেবা বিভাগ ঃ
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জানান, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক। সামাজিক নিরাপত্তা কার্যক্রম এর আওতায় সকল ভাতার ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ভাতাভোগী  মনোনয়ন সম্পন্ন করা হবে। তারাছা ইউপি ব্যতীত আন্যান্য ইউনিয়ন কমিটির মাধ্যমে তালিকা পাওয়া গেছে। যথাশীঘ্রই তারাছা ইউনিয়ন থেকে তালিকা প্রেরণের জন্য অনুরোধ করেন। এছাড়া হাসপাতালে গরীব রোগীদের সেবা কার্যক্রম অব্যাহত আছে।
সামাজিক নিরাপত্তা কার্যক্রম এর আওতায় ভাতাভোগীর তালিকা তারাছা ইউনিয়ন থেকে অতিদ্রুত সম্ভব প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, রোয়াংছড়ি ও চেয়ারম্যান, তারাছা ইউপি।
মহিলা বিষয়ক অধিদপ্তর ঃ
(ক) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, মাতৃত্ব ভাতার জন্য ২৭ জন ভাতাভোগী অদ্যাবধি ব্যাংক হিসাব খোলেন নাই। যথাশীঘ্র হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
(খ) প্রতি ইউনিয়ন পরিষদ কর্তৃক আদায়কৃত ভিজিডির সঞ্চয়ের অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে জমাদানের জন্য বারবার তাগিদ দেওয়া সত্তেও জমা করা হয় নাই।  এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্র উপজেলা পরিষদকে অনুরোধ করেন।
 অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
(ক) মাতৃত্ব ভাতার জন্য যে সকল ভাতাভোগী ব্যাংক হিসাব খোলেন নাই যথাশীঘ্রই হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
(খ) আগামী ফেব্রুয়ারী/২০১৬খ্রিঃ এর মধ্যে আদায়কৃত সকল ভিজিডি সঞ্চয়ের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা করে অত্র উপজেলা পরিষদকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রোয়াংছড়ি এবং ইউপি চেয়ারম্যান (সকল)
যুব উন্নয়ন অধিদপ্তর ঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, শুরু থেকে ডিসেম্বর/২০১৫ইং পর্যন্ত রাজস্ব খাতে যুবঋণ বরাদ্দ ক্রমপুঞ্জিত ১৬,৭১,৮০০/-টাকা। শুরু থেকে ডিসেম্বর/২০১৫ইং পর্যন্ত বিতরণকৃত ক্রমপুঞ্জিত যুবঋণ পরিমাণ ১,০০,৩৬০০০/-টাকা। ডিসেম্বর/২০১৫ইং পর্যন্ত আদায়যোগ্য ক্রমপুঞ্জিত যুবঋণ এর ৮৩,৯০,২৭৫/-টাকা। তৎমধ্যে আদায়কৃত ক্রমপুঞ্জিত যুবঋণের পরিমাণ ৭৮,৩২,৬২৫/- টাকা। ঋণ আদায়ের হার রাজস্ব-৯৩.৩৫%। মোট যুবঋণ খেলাপীর পরিমাণ ২,১৩,৪০০/-টাকা এবং যুব ঋণ গ্রহীতার সংখ্যা পুরুষ-৩৮০জন। প্রশিক্ষণ জোরদারকরণ প্রকল্পের আওতায় যুব বরাদ্দের পরিমাণ ১,০০,০০০/- টাকা। তৎমধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ৯৯,০০০/-টাকা। আদায়যোগ্য যুবঋণ ৫৮,০০০/- টাকার মধ্যে আদায় করা হয়েছে ৫৬,০০০/- টাকা। আদায়ের হার ৯৬.৫৫%। এছাড়া চলতি মাসে ১ম ব্যাচ রাজস্ব ও প্রকল্প খাতে ৫৫জন কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
খেলাপী ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি।
প্রকল্প বাস্তবায়ন বিভাগ ঃ
(ক) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক। গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ১ম পর্যায়ের নির্বাচনী সাধারণ বরাদ্দের কাজ চলমান।
(খ) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছোট ছোট সেতু/কালভার্ট (১২মিঃ দৈর্ঘ্যের) নির্মাণ-২য় পর্যায়ের আওতায় ০৭টি প্রকল্পের কাজ চলমান। তৎমধ্যে ০৫টি সেতুর স্ল্যাব করা হয়েছে।
(গ) ২০১৫-১৬ অর্থবছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী-১ম পর্যায়ের কাজ ৯০% সমাপ্ত হয়েছে।
নিয়মিত তদারকির মাধ্যমে কাজের সুষ্ঠুতা নিশ্চিতপূর্বক বিল প্রদান করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রোয়াংছড়ি।
 প্রাণি সম্পদ বিভাগ ঃ
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, দপ্তরে ৯৩০টি গবাদি প্রাণি ও ৫৬২টি হাঁস-মুরগীর  চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  ৯৩২ টি গবাদি প্রাণি ও ২৩০০টি হাঁস-মুরগীর  টিকা দেওয়া হয়েছে। ১০টি প্রাণির কৃত্রিম প্রজনন হয়েছে  এবং কৃত্রিম প্রজনন ফি আদায় করা হয়েছে ২৭০/- টাকা। এছাড়া টিকা বীজ বিক্রয় বাবদ ১১৯৭/- আয় হয়েছে। এছাড়া চলতি মাসে ৩০জন প্রশিক্ষণার্থীকে বিভাগীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় দপ্তরে ও মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সেবা প্রদান করতে হবে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
 
পল্লী উন্নয়ন বিভাগ ঃ
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জানান, বিআরডিবি’র মূল প্রকল্পের আওতায় বাৎসরিক ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ৮০.০০ (লক্ষ টাকা) টাকার মধ্যে চলতি মাস পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছে ২২.৬৫ (লক্ষ টাকা)। ঋণ প্রদানের হার ২৮%। বাৎসরিক ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ৭০.০০ (লক্ষ টাকা) টাকার মধ্যে আদায়কৃত ঋণের পরিমাণ ২২.০০ (লক্ষ টাকা)  টাকা। ঋণ আদায়ের হার ৩২%। একটি বাড়ি একটি খামার প্রকল্পে সঞ্চয় আদায়ের লক্ষ্যমাত্রা ১০.০০ (লক্ষ টাকা) টাকার মধ্যে এ পর্যন্ত আদায়কৃত সঞ্চয়ের পরিমাণ ৩.৬৫(লক্ষ টাকা)। সঞ্চয় আদায়ের হার ৩৬%। বাৎসরিক ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ১৫০.০০ (লক্ষ টাকা)। এই পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছে ৫০.৮৮ (লক্ষ টাকা)। ঋণ প্রদানের হার ৩৪%। বাৎসরিক ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ১৫০.০০ (লক্ষ টাকা) টাকার মধ্যে ঋণ আদায় করা হয়েছে ২৫.৩৫ (লক্ষ টাকা) টাকা। ঋণ আদায়ের হার ১৭%। এছাড়া কিছু ঋণ খেলাপী আছে। খেলাপী ঋণ আদায়ে অসুবিধা হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন ।
অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
খেলাপী ঋণ আদায়ে ইউপি চেয়ারম্যানগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন এবং অগ্রগতি সম্পর্কে অত্র উপজেলা পরিষদকে অবহিত করবেন।
 
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি এবং ইউপি চেয়ারম্যান (সকল)
মাধ্যমিক শিক্ষা বিভাগ ঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় অনুপস্থিত রয়েছেন। তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে অলোচনা করা যায়নি। 
উপজেলা পরিষদের সাধারণ সভায় নিয়মিত উপস্থিত থাকবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
প্রাথমিক শিক্ষা বিভাগ ঃ
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, অত্র উপজেলার প্রতিটি  স্কুলে পাঠ্য বই বিতরণ সম্পন্ন হয়েছে। পাঠদান কর্মসূচী যথারীতি শুরু হয়েছে। চেয়ারম্যান, উপজেলা পরিষদ বলেন, উপজেলার বাইরে প্রেষণে নিয়োজিত সকল শিক্ষকদের প্রেষণাদেশ বাতিল করে স্ব স্ব নিয়োগপ্রাপ্ত  কর্মএলাকায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
দৈনিক পাঠদান কর্মসূচীতে ক্লাশ রুটিন অনুসরণ ও মানোন্নয়ন করতে হবে। উপজেলার বাইরে প্রেষণে নিয়োজিত সকল শিক্ষকদের প্রেষণাদেশ বাতিল করে স্ব স্ব নিয়োগপ্রাপ্ত  কর্মএলাকায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপজেলা  শিক্ষা কর্মকর্তা, রোয়াংছড়ি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঃ
সহকারী প্রকৌশলী বলেন, চলতি অর্থবছরে অত্র উপজেলার জন্য কিছু রিংওয়েল  বরাদ্দ এসেছে। ইউনিয়নভিত্তিক চাহিদাপত্র দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ করেন।
দাখিলকৃত চাহিদাপত্র অনুযায়ী সম্ভাব্যতা যাচাইপূর্বক রিংওয়ল স্থাপন করা হবে।
সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, রোয়াংছড়ি ও ইউপ চেয়ারম্যান (সকল)।
পুলিশ বিভাগ ঃ
অফিসার ইনচার্জ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। শৃঙ্খলা রক্ষার্থে রাতে টহলের জন্য মোবাইল টিম নিয়মিত টহল দেয়া অব্যাহত রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবেন।
অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা
সমবায় বিভাগ ঃ
উপজেলা সমবায় কর্মকর্তা বলেন, কার্যক্রম স্বাভাবিক। অত্র উপজেলার কিছু সমিতির কার্যক্রম না থাকায় অচল হয়ে আছে। উক্ত সমিতিগুলোকে সক্রিয় করার প্রক্রিয়া চলছে।
নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন।
উপজেলা সমবায় কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
মৎস্য বিভাগ ঃ
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ ও সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ০৫টি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সার্টিফিকেট মামলার মাধ্যমে ঋণ আদায় কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া জেলেদের নিবন্ধন প্রক্রিয়া শেষ পর্যায়ে।
প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্কলন অনুসারে বাস্তবায়ন করতে হবে এবং নিয়মিত তদারকি অব্যাহত রাখবেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা, রোয়াংছড়ি
তুলা উন্নয়ন বিভাগ ঃ
উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা বলেন, ৫৫জন তুলা চাষীদের মাঝে বিনামূল্যে ০৮ কেজি পাহাড়ি তুলাবীজ বিতরণ করা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে ৫০টি প্রদর্শনী প্লট নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাইব্রীড তুলা উত্তোলনের কাজ চলছে। অন্যান্য বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক।
২০১৫-২০১৬ অর্থবছরে ৫০টি প্রদর্শনী প্লট বাস্তবায়নের জন্য চাষী পর্যায়ে উদ্বুদ্ধ করতে হবে।
উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান
বন বিভাগঃ
উপজেলা রেঞ্জ কর্মকর্তা বলেন, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক। 
নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবেন।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান। 
পরিসংখ্যান বিভাগ ঃ
প্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান অফিস বলেন, বিভাগীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। 
নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবেন।
উপজেলা পরিসংখ্যান অফিসার, রোয়াংছড়ি 
আনসার ও ভিডিপি বিভাগ ঃ
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সভায় অনুপস্থিত রয়েছেন। তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে অলোচনা করা যায়নি। 
উপজেলা পরিষদের সাধারণ সভায় নিয়মিত উপস্থিত থাকবেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, রোয়াংছড়ি
খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ ঃ
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভায় অনুপস্থিত রয়েছেন। তাঁর বিভাগীয় কার্যক্রম সম্পর্কে অলোচনা করা যায়নি। 
উপজেলা পরিষদের সাধারণ সভায় নিয়মিত উপস্থিত থাকবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রোয়াংছড়ি
অপারেশনাল ঃ
সভাপতি বলেন, উপজেলা পরিষদে ন্যস্তকৃত স্থায়ী কমিটির সভাসমূহ নিয়মিত করতে হবে।
আগামী ফেব্রুয়ারী/২০১৬ইং এর মধ্যে সকল স্থায়ী কমিটির সভা সম্পন্ন করে সভার সিদ্ধান্তসমূহ উপজেলা পরিষদের সাধারণ সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সদস্য সচিব, স্থায়ী কমিটি (সকল) ।
 
 
 
 
 
 
 
 
 
আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
 
 
(ক্যবামং মার্মা)
চেয়ারম্যান
রোয়াংছড়ি উপজেলা পরিষদ
রোয়াংছড়ি, বান্দরবান
 
স্মারক নং-০৫.২০.০৩৮৯.১৫১.০১.০১০.১৬-                                                     তারিখ- ০৯/০২/২০১৬ খ্রিঃ।
 
অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরন করা হল ঃ-
১।  মাননীয় সংসদ সদস্য ,বান্দরবান ৩০০ আসন, বান্দরবান।
২।  সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩। পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।
৪। মাননীয় চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান।
৫। জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
৬। উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসক এর কার্যালয়, বান্দরবান।
৭। ভাইস/মহিলা ভাইস-চেয়ারম্যান, রোয়াংছড়ি উপজেলা পরিষদ, রোয়াংছড়ি।
৮। উপজেলা ........................................ কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
৯। চেয়ারম্যান (সকল) ........................................... ইউপি, রোয়াংছড়ি, বান্দরবান।
১০। অফিস কপি।
 
(মোঃ মাসুদ হোসেন)
মূখ্য নির্বাহী কর্মকর্তা
রোয়াংছড়ি উপজেলা পরিষদ
উপজেলা নির্বাহী কর্মকর্তা
রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
“পরিশিষ্ট-ক”
 
২৬/০১/২০১৬ইং তারিখে অনুষ্ঠিত রোয়াংছড়ি উপজেলা পরিষদের ২২তম মাসিক সাধারণ
সভায় উপস্থিতি ও অনুপস্থিতির বিবরণ ঃ-
 
সভায় উপস্থিত সদস্যবৃন্দ (জৈষ্ঠ্যতার ক্রমানুসারে নাও হতে পারে)
১.       উপজেলা নির্বাহী কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
২.      ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
৩.     মহিলা  ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।
৪.      চেয়ারম্যান, ১নং সদর ইউপি, রোয়াংছড়ি, বান্দরবান।
৫.     চেয়ারম্যান, ৩নং আলেক্ষ্যং ইউপি, রোয়াংছড়ি, বান্দরবান।
৬.     মহিলা সদস্য, রোয়াংছড়ি উপজেলা পরিষদ, বান্দরবান।
৭.      প্রতিনিধি, জাতীয় সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়।
৮.     প্রতিনিধি,উপজেলা কৃষি অফিস, রোয়াংছড়ি, বান্দরবান।
৯.      উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
১০.প্রতিনিধি, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, রোয়াংছড়ি, বান্দরবান।
১১.  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
১২.  অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা।
১৩.উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
১৪.  প্রতিনিধি,উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রোয়াংছড়ি, বান্দরবান।
১৫.উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, রোয়াংছড়ি।
১৬.উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
১৭.  উপজেলা শিক্ষা কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
১৮.সহকারী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোয়াংছড়ি।
১৯.  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২০.উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২১.  উপজেলা মৎস্য কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২২.উপজেলা সমবায় কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২৩.প্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান অফিস, রোয়াংছড়ি, বান্দরবান।
২৪.উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২৫.উপজেলা রেঞ্জ কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
২৬.সহকারী প্রোগ্রামার, ডিওআইসিটি, রোয়াংছড়ি, বান্দরবান।
 
 
 
সভায় অনুপস্থিত সদস্যবৃন্দ
 
১.      চেয়ারম্যান, ২নং তারাছা ইউপি, রোয়াংছড়ি, বান্দরবান।
২.      চেয়ারম্যান, ৪নং নোয়াপতং ইউপি, রোয়াংছড়ি, বান্দরবান।
৩.     উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
৪.      উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, রোয়াংছড়ি, বান্দরবান।
৫.     উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রোয়াংছড়ি, বান্দরবান।